নারায়ণগঞ্জের বন্দরে ছুটি না পেয়ে গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, ছয় কিলোমিটারজুড়ে তীব্র যানজট
অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়া ও চিকিৎসার সুযোগ না দেওয়ার প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরে অবরোধ করেছেন শ্রমিকরা। সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে মদনপুর এলাকায় এ বিক্ষোভ শুরু হয়, যা দুই ঘণ্টা স্থায়ী হয়। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রায় ছয় কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
জানা গেছে, বন্দর উপজেলার ‘লারিস ফ্যাশন’ নামের একটি গার্মেন্টসের এক নারী শ্রমিক অসুস্থ অবস্থায়ও ডিউটি করছিলেন। রবিবার (২ নভেম্বর) তিনি শারীরিকভাবে খারাপ অনুভব করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। তবে ছুটি না দিয়ে কাজ চালিয়ে যেতে বলা হয় তাকে। পরে অতিরিক্ত অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহকর্মীর মৃত্যুর ঘটনায় সোমবার সকালে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা দাবি করেন, অসুস্থ অবস্থায় ছুটি না দেওয়ায় ওই শ্রমিকের মৃত্যু হয়েছে এবং এর জন্য মালিকপক্ষ দায়ী। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
‘লারিস ফ্যাশন’–এর প্রধান নির্বাহী কর্মকর্তা শিমুল বলেন, আমরা কোনো গাফিলতি করিনি। শ্রমিকটি অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় পাঠানো হয়। মৃত্যুর পর কোম্পানির পক্ষ থেকে সব আনুষ্ঠানিক সহায়তা করা হয়েছে। পরিবারকেও আর্থিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শ্রমিকরা ওই ফ্লোরের দায়িত্বপ্রাপ্তদের অপসারণের দাবি জানিয়েছে, আমরা তাতেও রাজি হয়েছি। তারপরও তারা আন্দোলন করছে।
বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, সহকর্মীর মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী- এমন অভিযোগে শ্রমিকরা রাস্তায় নামে।