নিজের বক্তব্যের সত্যতা নিয়ে চলমান বিতর্কের জবাবে দৃঢ় অবস্থান জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক রাসেল মাস্টার। সোমবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি বলেন,
আমি যে কথাগুলো বলেছিলাম, যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারেন তাহলে আমি শিক্ষকতা পেশা ছেড়ে দেবো।
সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সময় মো. রাসেল নামের এই শিক্ষকের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে তিনি বলেন, আমি আমার ছেলেকে ইলিশ মাছের কথা বলে পাঙ্গাশ মাছ খাওয়াই। স্ত্রীর আবদারে ঘুরতে যাওয়া সম্ভব হয় না টাকার অভাবে।
ভিডিওটিতে তিনি শিক্ষকতার সীমাবদ্ধতা, আর্থিক সংকট ও সামাজিক অবহেলার বাস্তব চিত্র তুলে ধরেন। তবে এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার পুরোনো কিছু ভ্রমণ ও ব্যক্তিগত জীবনের ছবি ছড়িয়ে পড়ে। অনেকে অভিযোগ তোলেন, তিনি মায়াকান্না দেখাচ্ছেন।
এই সমালোচনার জবাবে রাসেল মাস্টার আরও বলেন,“এই যে আজ আমি আমার বন্ধুর বাসায় বেড়াতে এসে ভিডিও করছি, তাহলে এই বাসাটা কি আমার হয়ে গেল?
অন্য একটি ভিডিওতে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, মানুষের জীবনে বর্ণাঢ্যতা থাকতে পারে। কোথাও কর্মসূত্রে যাওয়া মানে এই নয় যে সেই জায়গা তার। ভালো পোশাক পরলে বা কোথাও বেড়াতে গেলে যে অভাব-অনটন থাকে না, তা নয়।
নিজের আর্থিক অবস্থার কথা উল্লেখ করে রাসেল মাস্টার বলেন,“আমি একজন শিক্ষকের সন্তান। বাবার ইচ্ছায় এই পেশায় এসেছি। ছোটবেলা থেকেই অভাব-অনটনের মধ্যে বড় হয়েছি, এখনো ধার করে চলি। আমি খুবই ঋণগ্রস্ত একজন মানুষ, যা ভাষায় প্রকাশ করা যায় না।
তিনি আরও জানান, আমি প্রমাণসহ, দলিলসহ একদিন আপনাদের সামনে হাজির হবো। আমরা এমন অবস্থায় আছি, যা ভাষায় প্রকাশ করা অকল্পনীয়।