সারাদেশ

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে মিগজাউম, কতটা বিপজ্জনক হবে?

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে মিগজাউম, কতটা বিপজ্জনক হবে?
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মিগজাউম নামের এই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে উপকূলের দিকে।

বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশের আবহাওয়া অফিস বলছে, এই ঘূর্ণিঝড় রোববার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের আশপাশের অবস্থা সম্পর্কে বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে এর পরিবর্তে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের উদ্ধৃতি দিয়ে ভারতের গণমাধ্যমগুলো বলছে, মিগজাউম শক্তি বৃদ্ধি করে তামিলনাড়ু ও অন্ধ্র উপকূলের দিকে ধেয়ে আসছে। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বাতাস বওয়ার ইঙ্গিত। শক্তি বাড়ানোয় আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটির অগ্রভাগ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু উপকূলে দিকে এগোবে। তারপর সেটি বিকেলে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং পার্শ্ববর্তী উত্তর তামিলনাড়ু অতিক্রম করবে। আর ৫ ডিসেম্বর দুপুরে নেলোর ও মছিলিপত্তনম পার করবে।

এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে ভারতের এসব অঞ্চলের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। আর তামিলনাড়ুগামী ১১৮টি ট্রেনের যাত্রা বাতিল করা করেছে।

এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড় কতটা বিপজ্জনক হতে পারে, তা নিশ্চিত না হলেও এ থেকে রক্ষা পাওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে দুই দেশেই। তবে, মিগজাউম শক্তি বাড়ানোয় ক্ষতির শঙ্কাও রয়েছে।