সারাদেশ

ছাত্রীদের শোবার ঘরে সিসি ক্যামেরা, শিক্ষকের কক্ষে মনিটর – যশোরের কওমি মাদ্রাসায় চাঞ্চল্য

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
ছাত্রীদের শোবার ঘরে সিসি ক্যামেরা, শিক্ষকের কক্ষে মনিটর – যশোরের কওমি মাদ্রাসায় চাঞ্চল্য
যশোরের শার্শা উপজেলার একটি কওমি মাদ্রাসায় ছাত্রীদের শোবার ঘরে স্থাপন করা সিসি ক্যামেরা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। এক অভিভাবকের লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
অভিযানে ছাত্রীদের কক্ষ থেকে ১৬টি সিসি ক্যামেরা এবং শিক্ষকের কক্ষ থেকে একটি মনিটর উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক আবু তাহের (৪৫)-কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। শর্তসাপেক্ষে তাকে পরে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তারা মাদ্রাসার রেকর্ড যাচাই করছে এবং যেকোনো সময় প্রয়োজন হলে শিক্ষককে আবার তলব করা হবে।
পুলিশ আরও জানায়, মাদ্রাসাটিতে আসলে কতজন ছাত্রী থাকে, সে সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ৪০ জন ছাত্রীর নাম সংগ্রহ করা গেলেও এই সংখ্যা ১০০ থেকে ১৫০ পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অভিভাবকরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।