সারাদেশ

গৃহবধূকে শ্লীলতাহানি: ছাত্রদল নেতা বহিষ্কৃত, হেফাজত নেতা মাদানীর ক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
গৃহবধূকে শ্লীলতাহানি: ছাত্রদল নেতা বহিষ্কৃত, হেফাজত নেতা মাদানীর ক্ষোভ
নেত্রকোনার পূর্বধলায় এক গৃহবধূকে শ্লীলতাহানির ঘটনায় আলোচিত উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো. সালমান রহমান পল্লবকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম মাদানী এক সংবাদ সম্মেলনে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

মঙ্গলবার রাতে পূর্বধলার কুমুদগঞ্জ এলাকায় সালমান পল্লবের নেতৃত্বে কয়েকজন যুবক একটি অ্যাম্বুলেন্স থামিয়ে এক গৃহবধূকে জোরপূর্বক নামিয়ে শ্লীলতাহানি করে। বাধা দিলে মারধর করা হয় নারীটির চাচাকে। পরে পুলিশ তাকে উদ্ধার করে এবং ঘটনায় মামলা হয়। এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে।

ছাত্রদল নেতারা জানিয়েছেন, সালমানের বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী আচরণের অভিযোগ থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে এবং নেতাকর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।