বাংলাদেশ

এবছর ডেঙ্গু বাড়ার আশঙ্কা নেই: ডিএনসিসি প্রশাসক

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
এবছর ডেঙ্গু বাড়ার আশঙ্কা নেই: ডিএনসিসি প্রশাসক
ডিএনসিসি প্রশাসক ড. মহ. শের আলী জানিয়েছেন যে, দেশের তাপমাত্রা বেশি থাকায় এবছর ডেঙ্গু রোগের বৃদ্ধি হওয়ার আশঙ্কা নেই। ৪ সেপ্টেম্বর সকালে নগর ভবনের শীতলক্ষ্যা হলে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম তদারকি ও গণমাধ্যমের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি জানান, ডেঙ্গু বিস্তার রোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ওয়ার্ডভিত্তিক নিয়মিত এবং বিশেষ কার্যক্রম পরিচালনা করবে। ডেঙ্গু আক্রান্তদের এলাকাগুলোতে বিশেষ কার্যক্রমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন যে, দক্ষিণ সিটির কাউন্সিলরদের অনুপস্থিতিতেও নাগরিক সেবা ব্যাহত হচ্ছে না এবং কর্মীদের সক্রিয়ভাবে কাজে নিযুক্ত করা হয়েছে।
এবছর ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১৩,৯৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ১২,৪৬২ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেয়া হয়েছে। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬১.৪ শতাংশ পুরুষ এবং ৩৮.৬ শতাংশ নারী। এ সময়ে ডেঙ্গুতে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে।