বাংলাদেশ

কারাগারে যাবজ্জীবন সাজা কমিয়ে বৃদ্ধ ও অসুস্থ বন্দিদের মুক্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
কারাগারে যাবজ্জীবন সাজা কমিয়ে বৃদ্ধ ও অসুস্থ বন্দিদের মুক্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কারাগারে প্রবীণ ও অসুস্থ বন্দিদের অবস্থার উন্নয়নে যাবজ্জীবন সাজার মেয়াদ কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। বর্তমানে লাইফটাইম সাজা ৩০ বছর, যা কমিয়ে বিশেষভাবে বৃদ্ধ ও অসুস্থ কারাবন্দিদের ছাড়ের ব্যবস্থা করার প্রস্তাব রয়েছে। মেয়েদের জন্য ২০ বছর এবং পুরুষদের জন্য কিছুটা বেশি সময়ের কথা বলা হয়েছে। এছাড়াও কারাগারে সংস্কার, বাজেটের সীমাবদ্ধতা, ওষুধের প্রয়োজন এবং বন্দিদের বয়স অনুযায়ী ছাড়ের বিষয়গুলোও বিবেচনায় রাখা হবে।
উপদেষ্টা আরও জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং সার্বিক আইনশৃঙ্খলার বিষয়ে পরিস্থিতি ভালো রয়েছে। ডাকসু ও জাকসু নির্বাচনে দুই বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। জাতীয় নির্বাচনেও পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।