বাংলাদেশ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান প্রত্যাহার

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান প্রত্যাহার
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। সোমবার রাতে পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়।
ড. নাজমুল করিম খানের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ঢাকা থেকে গাজীপুর অফিসে যাতায়াতের সময় সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ রাখতেন। সম্প্রতি গণমাধ্যমে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রোববার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ওই সভায় কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
ড. নাজমুল করিম খান পুলিশ সার্ভিসের ১৫তম ব্যাচের কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি। তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও শেখ হাসিনা সরকারের পতনের পর পুনরায় যোগদান করেন এবং ডিআইজি পদে উন্নীত হয়ে জিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব পান।