বাংলাদেশ

হেলিকপ্টারে সরকারি চাকরিজীবীর বিয়ে!

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ৪ মে, ২০২৪
হেলিকপ্টারে সরকারি চাকরিজীবীর বিয়ে!
হেলিকপ্টারে করে উড়ে বিয়ে করতে আসছে বর। তাকে বরণ করতে ভিড় করেছেন এলাকাবাসী । তীব্র গরমের তপ্ত রোদে দীর্ঘ প্রতীক্ষার পর সবার মাথার উপড়ে ভোঁ ভোঁ করতে থাকে হেলিকপ্টার। যা দেখে হৈ-হুল্লোড় শুরু করেন এলাকাবাসী ।

জানা গেছে ,এমন রাজকীয়ভাবে বিয়ে করতে রাজবাড়ীর পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামে আসেন একই উপজেলার হাজরাপাড়া গ্রামের কালাম শেখের ছেলে শেখ মনির (২৬)। তিনি পেশায় একজন সরকারি চাকরিজীবী।

কনের নাম মোছাম্মাৎ তাবাচ্ছুম (১৯)। তিনি নারায়ণপুর গ্রামের সৌদি আরব প্রবাসী নজরুল ইসলামের মেয়ে।

শুক্রবার (৩ মে) দুপুর ২ টা ৩৫ মিনিটে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করার পর সেখান থেকে বরকে বরণ করে প্রাইভেটকারে বাড়িতে নিয়ে আসেন কনেপক্ষ। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকালে নববধূকে নিয়ে নিজ বাড়ির উদ্দেশে আকাশে উড়াল দেন শেখ মনির।

এ হেলিকাপ্টারে করে  কনে আনতে গুণতে হয়েছে মোটা  অংকের টাকা। হেলিকপ্টারে বরযাত্রী আসা যাওয়ার জন্য তিন ঘণ্টায় খরচ গুনতে হয়েছে দেড় লাখ টাকা।