আজকের খবর

কৃষি জমির মাটি কাটার অপরাধে ২ জন কে কারাদণ্ড

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
কৃষি জমির মাটি কাটার অপরাধে ২ জন কে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার সদরের কৃষি জমির মাটি কাটার অপরাধে দুই যুবককে ১৫দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেনসদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের আলী আহমদের ছেলে শাহিন (২৫) ও জেলা শহরের কাউতুলী এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে ইমন (২০)।
এ বিষয়ে মোশারফ হোসেন জানান, কৃষি জমি থেকে কয়েকজন ব্যক্তি ভেকু মেশিন দিয়ে মাটি কর্তন করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়ায় দুইজন আটক করা হয়। আটকদের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া ভেকু মেশিন ও দুটি ট্রাক ঘটনাস্থল থেকে জব্দ করে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় রাখা হয়।