কৃষি ও প্রকৃতি

বোরো ধান হারানো কৃষকদের খাদ্য সহায়তা দিবে সরকার: কৃষিমন্ত্রী

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
বোরো ধান হারানো কৃষকদের খাদ্য সহায়তা দিবে সরকার: কৃষিমন্ত্রী

মাননীয় প্রধানন্ত্রী শেখ হাসিনা এর নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দিকে যাচ্ছে। কোন খাদ্য ঘাটতি নেই, নেই কোন হাহাকার। তাই হাওরের কৃষকরা না খেয়ে থাকবে না। যে কৃষকদের বোরো ধান তলিয়ে গেছে তাদের খাদ্য সহায়তা দেওয়া হবে। পিআইসির বাঁধ নির্মাণের দুর্নীতি অনিয়মের কথা প্রধানমন্ত্রীর কাছে বলব।

 

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন শেষে এ সব কথা বলেন কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

 

এ সময় কৃষিমন্ত্রী আরও জানান, হাওরের ধান তোলা নিয়ে আমি সব সময় আতঙ্কে থাকি। প্রকৃতির উপর আমাদের কোন হাত নেই। তবে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ যাতে প্রতিবছর ডিসেম্বরের আগে শুরু করা যায় সেটা নিয়ে আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো।