কৃষি ও প্রকৃতি

আউশ মৌসুমে কৃষকদের মাঝে প্রণোদনা দেবে সরকার: কৃষিমন্ত্রী

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
আউশ মৌসুমে কৃষকদের মাঝে প্রণোদনা দেবে সরকার: কৃষিমন্ত্রী


হাওর অঞ্চলের কৃষকদের দুঃখের যেন শেষ নেই। প্রতি বছরের বন্যায় তাদেরকে নানান ক্ষয়-ক্ষতির মুখে পড়তে হয়। তাদের দুঃখ ঘুচানোর কোন স্থায়ী সমাধান সরকার না করতে পারলেও হাওরের যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকার তাদেরকে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার দুপুরে কৃষিমন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এ সময় তিনি বলেন, আউশ মৌসুমে কৃষকদের মাঝে এ প্রণোদনা দেয়া হবে।

 

১২ এপ্রিল দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সার নিয়ে আলোচনা ও পরামর্শ সভা শেষে এ তথ্য জানান তিনি ।

 

তিনি আরও বলেন,‘দেশে কৃষিক্ষেত্রে সারের কোন ঘাটতি নেই। আমাদের সারের পর্যাপ্ত মজুদ আছে। জুন মাস পর্যন্ত বর্তমান সরকার ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা দিবে।

 

তিনি জানান,‘সারাদেশে বোরো মৌসুমে আমাদের ফসল উৎপাদন হয় দুই কোটি মেট্রিক টন। একমাত্র হাওর অঞ্চলে উৎপাদন হয় ১২ লাখ মেট্রিক টন। যার ফলে ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে দাড়াবে সরকার।

 

কৃষিমন্ত্রী আঃ রাজ্জাক আরও বলেন,‘ভারতসহ সারা বিশ্বে সারের দাম অনেক বেশি। যার ফলে বিশ্বব্যাংক,আইএমএফসহ বিভিন্ন সংস্থার অভিযোগ কৃষিতে ভর্তুকির ফলে নাকি দেশের উন্নয়ন হয় না, রাস্তাঘাট হয় না। কিন্তু তারা বিষয়টি জানেনা যে বাংলাদেশ সরকার ভর্তুকি না দিয়ে প্রণোদনা দেয়ার মাধ্যমে কৃষির উন্নয়ন বৃদ্ধি করছে।

 

বর্তমান সময়ে বাংলাদেশ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ আছে বলেও অভিমত জানান তিনি।