পড়াশোনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের ভোট গণনায় ধীরগতি, রাতভর চলছে হাতে গণনা

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের ভোট গণনায় ধীরগতি, রাতভর চলছে হাতে গণনা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা ধীরগতিতে এগোচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট গ্রহণ শেষে শুরু হওয়া গণনা শুক্রবার রাত ১১টা পর্যন্তও শেষ হয়নি। ওএমআর মেশিন নিয়ে আপত্তি ওঠায় ভোট গণনা হচ্ছে হাতে টালি চিহ্ন দিয়ে, যা সময়সাপেক্ষ ও জটিল। এ কারণে প্রায় ৮ হাজার ভোট গণনায় কেন্দ্রীয় সংসদে ২৪ হাজার কাউন্ট সম্পন্ন করতে হচ্ছে।

 নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানিয়েছেন, লোকবল বাড়ানোর চেষ্টা চলছে এবং রাতভর গণনা অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, এই হাতে গণনা পদ্ধতি স্বচ্ছতা নিশ্চিত করলেও এতে অতিরিক্ত সময় লাগছে। ফলে চূড়ান্ত ফল ঘোষণায় আরও সময় লাগতে পারে।