খেলা

শূন্য রানে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড নারী ক্রিকেটারের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
শূন্য রানে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড নারী ক্রিকেটারের
আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সময়ই নানান রেকর্ডই তৈরি হয় ।এবার টি-টোয়েন্টি ক্রিকেটে দেখা গেছে কোনো রান না দিয়েই শূন্য রানে  ৭ উইকেট নেওয়ার মত ঘটনার । ইন্দোনেশিয়ার নারী ক্রিকেট দলের হয়ে এই রেকর্ড করেছেন রোমালিয়া নামের এক নারী বোলার। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছেন – অভিষেকের খেলাতেই বাজিমাত , ১৭ বছর বয়সী এই নারী ক্রিকেটার বিশ্বরেকর্ড করেছেন।

মঙ্গোলিয়ার বিপক্ষে উদয়না ক্রিকেট মাঠে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হয় ইন্দোনেশিয়ান মেয়েরা। যেখানে ইন্দোনেশিয়ান নারীরা  বিশাল ব্যবধানে মঙ্গোলিয়াকে হারিয়ে ম্যাচ জিতেছে। আর এর পেছনে সব থেকে বড় অবদান কার, সেটি আর বলার আর  অপেক্ষা রাখে না। ডানহাতি অফস্পিনার রোমালিয়ার বোলিং ফিগার – ৩.২-৩-০-৭। অর্থাৎ ৩.২ ওভারে তিনি কোনো রান না দিয়েই নিইয়েছেন ৭ উইকেট।

ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ০ রানে ৭ উইকেট নেওয়ার ঘটনা এবারই প্রথমবার দেখেছে ক্রিকেট দুনিয়া।