বিএনপির ঘোষিত মশাল রোড শো কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ রোববার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
আগামী ১ ডিসেম্বর ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মশাল রোড শোর মাধ্যমে বিজয়ের মাস উদ্যাপন কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহাসমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল।
রিজভী বলেন, আমরা কর্মসূচি স্থগিত করেছি। এই স্থগিতের কথা আপনাদের জানাতে এলাম। সারা দেশে, বিশেষ করে সব বিভাগীয় শহরে আমাদের ব্যাপক প্রস্তুতি চলছিল। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেখান থেকেই শুরু হওয়ার কথা ছিল রোড শো। প্রতিদিন একেক বিভাগে সভা হওয়ার পরিকল্পনা ছিল।
তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারণেই এই কর্মসূচি স্থগিত করতে হয়েছে। খালেদা জিয়ার সুস্থতার জন্য তিনি দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, এই অবস্থার মধ্যে তাঁর (তারেক রহমান) ফেরার কোনো আপডেট আমাদের কাছে নেই। যথাসময়ে, অর্থাৎ যখন উপযুক্ত মনে করবেন, তখনই তিনি ফিরবেন। তিনি তাঁর মায়ের জন্য উদ্বেগ–উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। প্রতিমুহূর্তে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে তাঁর যোগাযোগ হচ্ছে।
গতকাল শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে মশাল রোড শোর কর্মসূচি ঘোষণা করেছিলেন। বিজয়ের মাস উপলক্ষে ১ ডিসেম্বর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে রোড শো শুরু হয়ে ১৬ ডিসেম্বর মহাসমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা ছিল।