রাজনীতি

চট্টগ্রামের হাটহাজারীতে আওয়ামী লীগের ‘তিন মিনিটের’ ঝটিকা মিছিল

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
চট্টগ্রামের হাটহাজারীতে আওয়ামী লীগের ‘তিন মিনিটের’ ঝটিকা মিছিল
চট্টগ্রামের হাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা–কর্মী ভোরে ঝটিকা মিছিল করেছেন। আজ রোববার ভোরে উপজেলার নন্দীরহাট এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোরের দিকে ১২ থেকে ১৫ জন নেতা-কর্মী ধোপার দিঘির পাড় এলাকা থেকে মিছিলটি শুরু করেন। মিছিলের নেতৃত্ব দেন চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদ। তাঁর সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনও ছিলেন।

মিছিলটি মাত্র তিন মিনিট স্থায়ী হয়। এরপর মিছিলকারীরা দ্রুত সটকে পড়েন।

মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ‘হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ–সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানার নিয়ে তারা মিছিল করছেন। অংশগ্রহণকারীদের কয়েকজন হেলমেট পরা অবস্থায় ছিলেন, আবার অনেকে কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, মিছিলের ভিডিও আমরা পেয়েছি। অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।