রাজনীতি

নোয়াখালীতে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকা দাহ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
নোয়াখালীতে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকা দাহ
বিএনপি ও এর অঙ্গসংগঠন সম্পর্কে বিভিন্ন সময়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে নোয়াখালীতে।

রোববার (২ নভেম্বর) রাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা বিএনপির নেতাদের সঙ্গে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) নোয়াখালী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্স নোয়াখালী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদল। প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। 

বক্তারা অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে একটি অদৃশ্য শক্তি সক্রিয় হয়ে উঠেছে, যারা সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে। তারা বলেন, এই অপপ্রচার রুখে দিতে হলে অনলাইন অ্যাকটিভিস্টদের তথ্যভিত্তিক পোস্ট ও প্রমাণসহ সঠিক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

বক্তারা আরও বলেন, দল যাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভা শেষে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করা হয় এবং তাঁর ছবিসংবলিত কুশপুত্তলিকা দাহ করা হয়।