তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনের প্রয়োজন নেই। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "জনগণের মেসেজটি আমরা পেয়েছি এবং আমরা সে বিষয়ে আলোচনা করছি। আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চলছে। সবাইকে শান্ত এবং সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।"
উপদেষ্টার মতে, জনগণের সমর্থনে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে এবং এই সরকার গঠনের সময়ে বিদ্যমান সংবিধান ও রাষ্ট্রপতিকে রেখেই পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে যদি মনে হয় এই সেটআপে কোনো সমস্যা হচ্ছে বা জনগণ অসন্তুষ্ট, তখন বিষয়টি পুনর্মূল্যায়নের কথা বিবেচনা করা হবে।
তিনি আরো বলেন, "রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি আইনগত বা সাংবিধানিক নয়, বরং এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। ফলে, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এবং রাজনৈতিক আলোচনার মাধ্যমে এই বিষয়ে সমঝোতার পথ খোঁজা হচ্ছে। আমরা জনগণের দাবির প্রতি সংবেদনশীল এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।"
মো. নাহিদ ইসলাম বিশেষভাবে জোর দিয়ে বলেন যে, রাষ্ট্রের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শৃঙ্খলা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রায়োরিটি। তিনি জনগণকে সতর্ক করে বলেন, কোনো সুবিধাভোগী গোষ্ঠী বা বিদেশি চক্রান্ত যাতে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি এও বলেন যে, "পতিত ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তারা নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালাচ্ছে। সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়েছে। আমরা যাতে এইসব বিষয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারি, সে জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।"
ছাত্র-জনতার আল্টিমেটাম প্রসঙ্গে তিনি জানান, আলোচনা চলছে এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়নি। "যখন আলোচনার মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে, তখনই আমরা সিদ্ধান্ত জানাবো," তিনি যোগ করেন।
উপদেষ্টা বলেন, “আমরা রাজনৈতিক আলোচনা এবং সমঝোতার মাধ্যমেই এই পরিস্থিতির সমাধান করতে চাই। জনগণের যেকোনো যৌক্তিক দাবি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি, তবে অরাজক পরিস্থিতি তৈরি না করার জন্য সবার প্রতি আহ্বান থাকছে।"
তার মতে, রাষ্ট্রের স্থিতিশীলতা ও শৃঙ্খলা রক্ষা করার জন্য জাতীয় ঐক্য অপরিহার্য। তিনি জনগণকে একত্রিত থাকার এবং যে কোনো প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।