রাজনীতি

আট ঘন্টা যাবৎ পুলিশের কাছে আটক জবি শিক্ষার্থী

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
আট ঘন্টা যাবৎ পুলিশের কাছে আটক জবি শিক্ষার্থী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল সোবহানকে ৮ ঘন্টা ধরে বিনা অপরাধে থানা হেফাজতে আটক করার অভিযোগ উঠেছে। 
এ বিষয়ে সোবহানের বড় ভাই আব্দুল রাজ্জাক বলেন, আমরা সন্ধ্যার দিকে খবর পাই আমার ভাইকে আটক করা হয়েছে। আমার ভাইকে কেনো আটক করা হয়েছে তা আমরা কিছুই জানি না। পরে আমরা থানায় গিয়ে দেখি ও পুলিশ হেফাজতে আছে। 
এ বিষয়ে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাসুৃম বিল্লাহ বলেন, আমি এএসপির সাথে কথা বলেছি সে সকালে ছাড়া পাবে।  তার না মে কোন মামলা দেওয়া হয়নি।
প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমার সঙ্গে পুলিশ সুপারের কথা হয়েছে। তিনি বলেছেন রাতে ছাড়তে পারছেন না, তবে সকালে ছেড়ে দেয়া হবে আমাদের শিক্ষার্থীকে।
তবে এ বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোস্তফা কামাল বলেন, ওদের নামে এখনো কোন মামলা দেওয়া হয় নি তবে জিঙ্গেসাবাদ চলতেছে। ওকে ছেড়ে দেওয়ার বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নেই নি। তবে সকালে বলতে পারবো আমরা ওকে ছেড়ে দিবো নাকি কোর্টে চালান করে দিবো।