ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দিলো বিএনপি। বুধবার (৬ ডিসেম্বর) থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। একই সঙ্গে ১০ ডিসেম্বর (রোববার) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।
সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই কর্মসূচির ঘোষণা দেন।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা নবম দফার দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি চলছে। যা শেষ হবে কাল মঙ্গলবার সকাল ৬টায়। তার আগেই পরবর্তী কর্মসূচির ঘোষণা দিলো দলটি।