রাজনীতি

বিদেশিরা বুঝতে পেরেছে ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান: কাদের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
বিদেশিরা বুঝতে পেরেছে ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান: কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছন, বিদেশি বন্ধুরাও বুঝতে পেরেছে বাংলাদেশে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। নাশকতা করে ভোটারদের ভোটকেন্দ্রে আসা থেকে বিরত করা যাবে না।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় তার দল। নির্বাচনে যারা বাধা দিতে আসবে, ভোটাররাই তাদের প্রতিহত করবে। বিএনপি সিদ্ধান্ত নিয়েই এ নির্বাচন বয়কট করছে। তারা স্বেচ্ছায় নির্বাচনে আসছে না। আর আওয়ামী লীগ সংবিধান মেনেই নির্বাচনে এসেছে।

সেতুমন্ত্রী বলেন, এক নির্বাচিত সরকারের কাছে আরেক নির্বাচিত সরকার ক্ষমতা হস্তান্তর করবে, এটাতে আওয়ামী লীগ প্রতিজ্ঞাবদ্ধ। দলের যেসব প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে, তারা আপিলেও না টিকলে পক্ষপাত করবে না আওয়ামী লীগ।