রাজনীতি

স্বতন্ত্র প্রার্থীদের বহিষ্কার করা হবে? সিদ্ধান্ত জানালো আ. লীগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
স্বতন্ত্র প্রার্থীদের বহিষ্কার করা হবে? সিদ্ধান্ত জানালো আ. লীগ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের অনেকে। এ নিয়ে এতদিন ধোঁয়াশা কাটছিল না রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠে, দলের চাপে শেষ পর্যন্ত তারা কি নির্বাচনের মাঠে থাকতে পারবে? বিদ্রোহী হওয়ায় দল থেকে বহিষ্কৃত করা হবে কি না?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া আওয়ামী লীগের কাউকে দল থেকে বহিষ্কার করা হবে না। রোববার (৩ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ কথা জানান তিনি।

এ সময় উঠে আসে ভোটের আগে ডিসি, ইউএনও, ওসিদের বদলির প্রসঙ্গও। এ বিষয়ে সেতুমন্ত্রী বলেন, সরকার প্রশাসনিক রদবদল করছে না। কর্মকর্তাদের বদলি করছে নির্বাচন কমিশন। এ নিয়ে আওয়ামী লীগের আপত্তি নেই।

ওবায়দুল কাদের বলেন, অনেকেই বিএনপির রাজনীতিতে জড়িয়ে নিজের জীবন নষ্ট করতে চায় না। যারা বিএনপি থেকে বেরিয়ে সুস্থ রাজনীতিতে এসেছেন তাদের ধন্যবাদ। ভবিষ্যতে দলটির আরও নেতাকর্মীরা সুস্থ রাজনীতির দিকে আসবেন বলে আশা করছি।