‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা কাদের ভয় দেখায়। ওদের কি কোনো আক্কেল নেই? বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য যুবলীগই যথেষ্ট। যুবলীগকে দেখলে ভয়ে শয়তানও পালিয়ে যায়। আবার আপনাদের মতো শয়তানেরা এক দফার ভয় দেখান।’
বিএনপির উদ্দেশে এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
হত্যা, ক্যু, ষড়যন্ত্র বিএনপি-জামায়াতের মূল লক্ষ্য উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, তারা জানে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। তারা ভোট ও গণতন্ত্রে বিশ্বাস করে না। দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আসতে হবে।
এ সময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিএনপির একদফার কঠোর সমালোচনা করেন। বললেন, ১৯বার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করছেন। আপনারা চেষ্টা কম করেন নাই। সর্বশেষ গ্রেনেড হামলায় স্বয়ং আল্লাহ ফেরেশতা পাঠাইয়া শেখ হাসিনাকে রক্ষা করছেন। না হলে ওই দিন তার বাঁচার কথা ছিল না। এখন আবার একই কথা। উৎখাত উৎখাত উৎখাত… ১৫ বছর ধরে একই কথা বলছেন। এ দেশের মানুষের কোনো কথা বলে না। জনগণের কোনো কথা বলে না।