রাজনীতি

বঙ্গবন্ধু কন্যা বৃহৎ শক্তির হুমকিকে পরোয়া করেন না: কাদের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
বঙ্গবন্ধু কন্যা বৃহৎ শক্তির হুমকিকে পরোয়া করেন না: কাদের
কে কি বললো তাতে কিছু আসে যায় না। বঙ্গবন্ধু কন্যা কোনো বৃহৎ শক্তির হুমকিকে পরোয়া করেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাইডেন নিজে ট্রাম্পকে সামলাতে পারছে না, আবার বাংলাদেশকে হুমকি দিচ্ছে। বঙ্গবন্ধু নিষেধাজ্ঞাকে ভয় করলে এ দেশ স্বাধীন করতে পারতেন না। নিষেধাজ্ঞাকে কেউ ভয় করলে বাংলাদেশের অগ্রযাত্রা, বাংলাদেশের সোনালী অর্জন সেগুলো হতো না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংবিধানই বাংলাদেশের নির্বাচন পদ্ধতি ঠিক করবে। শেখ হাসিনা ছাড়া কোনো ভোট নয়। শেখ হাসিনা ছাড়া বিশ্বাস করার মতো কেউ নাই। কোনো অনুমতি ছাড়া সভা-সমাবেশ দিয়ে ঢাকা দখল করতে আসলে দেশের জনগণই বিএনপিকে ধাওয়া দেবে। এ সময় দলটির নেতাকর্মীদের কর্ণফুলীতে ডুব দেয়া ছাড়া উপায় থাকবে না।

এই আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি নিষেধাজ্ঞার জন্য বিএনপি দায়ী। আওয়ামী লীগকে এসব হুমকি দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ এসব নিষেধাজ্ঞার পরোয়া করে না। জাতীয় নির্বাচনে যারা বাধা দেবে রাজপথেই তাদের মোকাবেলা করা হবে।