রাজনীতি

‘হামিদ কারজাই’ মার্কা সরকার গঠনের অপচেষ্টা বাস্তবায়ন হবে না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
‘হামিদ কারজাই’ মার্কা সরকার গঠনের অপচেষ্টা বাস্তবায়ন হবে না: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন ভন্ডুল করে ‘হামিদ কারজাই’ মার্কা সরকার গঠনের অপচেষ্টা কখনও এ দেশে বাস্তবায়িত হবে না। যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টি এই মহাসমাবেশের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হয়েছিল। সরকার টিকবে না বলা হয়েছিল। আমাদের সরকার পূর্ণ পাঁচ বছর দেশ পরিচালনা করেছে। ২০১৮ সালেও ষড়যন্ত্র হয়েছিল। এবারও আমরা দুই মাসের মাথায় পাঁচ বছর পূর্ণ করতে যাচ্ছি।

ইসলামের কথা বলে এ দেশে মানুষ হত্যা করা হয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপির সময় একযোগে ৫০০ জায়গায় বোমা ফাটানো হয়েছে। বিএনপি জঙ্গি ভাড়া করে শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা চালিয়েছে। যারা এভাবে ইসলামের গায়ে কালিমা লেপন করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।