রাজনীতি

শেখ হাসিনার ম্যাজিকের জয় হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
শেখ হাসিনার ম্যাজিকের জয় হবে: কাদের
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একটু অপেক্ষা করেন, শেখ হাসিনার ম্যাজিক দেখাইয়া দেব। শেখ হাসিনার ম্যাজিক উন্নয়নের ম্যাজিক, শেখ হাসিনার ম্যাজিক মুক্তিযুদ্ধের ম্যাজিক। শেখ হাসিনার ম্যাজিক জাতীয় পতাকার ম্যাজিক, হাসিনার ম্যাজিকের জয় হবে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের টঙ্গীর শফি উদ্দিন একাডেমির মাঠে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী আরও বলেন, অক্টোবরে নাকি ভাগ্য নির্ধারণ হবে। ফখরুল-মির্জা আব্বাস বলে, অক্টোবর মাসে ভাগ্য নির্ধারণ করবে। আমি তাদের জিজ্ঞেস করতে চাই, ঘরের মধ্যে ঘর, মশারির মধ্যে কত মশারি। তারা আমাদের ভাগ্য কী নির্ধারণ করবে? খেলা হবে, খেলা হবে। জবাব দেব সব দুঃশাসনের। ওদের (বিএনপির) আন্দোলন ভুয়া, ওদের এক দফা ভুয়া, ওদের সাতাশ দফা ভুয়া, ওদের গণতন্ত্র ভুয়া, ওদের ক্ষমতা ভুয়া। 

দলের নেতাকর্মীদের তৈরি হতে বলে ওবায়দুল কাদের বলেছেন, ক্যাপ্টেন (শেখ হাসিনা) আসছেন, ক্যাপ্টেন ওয়াশিংটন আছেন, তৈরি হয়ে যাও।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ছাড়া যোগ্য কোনো প্রধানমন্ত্রী দেখেন? শেখ হাসিনা থাকলে গণতন্ত্র থাকবে। শেখ হাসিনা থাকলে উন্নয়ন থাকবে। তিনি তিন ঘণ্টা ঘুমান, বাকি সময় জনগণের কথা ভাবে।

এ সময় বিএনপিকে নিজের ঘর সামলানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এক তৃণমূল হয়েছে আরও কত হবে। ঘরের আগুনে পুড়ে মরবে ওরা।