রাজনীতি

নির্বাচনী ইশতেহার তৈরির উপকমিটি গঠন আওয়ামী লীগের, যারা আছেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
নির্বাচনী ইশতেহার তৈরির উপকমিটি গঠন আওয়ামী লীগের, যারা আছেন
দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য ইশতেহার প্রণয়নে উপকমিটি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাককে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। আর তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ সদস্যসচিব হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রথম বৈঠকে বসবে এই উপকমিটি। সকাল ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের বৈঠক হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দলটির সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটি গঠন করেন।

এ কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিবসহ মোট ২৬ জনকে রাখা হয়। তাদের মধ্যে রয়েছেন ড. মসিউর রহমান, ড. অনুপম সেন, ড. সাত্তার মন্ডল, ড. বজলুল হক খন্দকার, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. শামসুল আলম, হাছান মাহমুদ, দীপু মনি, শ ম রেজাউল করিম, শেখর দত্ত, ড. মাকসুদ কামাল, ড. মাহফুজুর রহমান, অধ্যাপক খায়রুল হোসেন, অধ্যাপক সাদেকা হালিম, ওয়াসিকা আয়েশা খান, বিপ্লব বড়ুয়া, সাজ্জাদুল হাসান, তারানা হালিম, জুনায়েদ আহমেদ পলক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মোহাম্মদ এ আরাফাত, সায়েম খান, সাদিকুর রহমান চৌধুরী ও সাব্বির আহমেদ প্রমুখ। 

সাধারণত দলের ঘোষণাপত্র অনুযায়ী নির্বাচনী ইশতেহার তৈরি করে আওয়ামী লীগ। গত ডিসেম্বরে অনুষ্ঠিত দলটির ২২তম জাতীয় সম্মেলনের স্লোগান ছিল— ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়।’  ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার কথা দলটির নতুন ঘোষণা পত্রে অনুমোদন হয় ওই সম্মেলনে। সেই আদলেই আগামী নির্বাচনে দলীয় ইশতেহার তৈরি করা হবে বলে জানা গেছে।