রাজনীতি

মার খেয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১৭ জুলাই, ২০২৩
মার খেয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম


ঢাকা-১৭ আসনের উপনির্বাচন পরিস্থিতি দেখতে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করতে গেলে বিকেল ৩টা ১০ মিনিটে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে  হাসপাতালে ভর্তি হয়েছেন হিরো আলম।

আহত অবস্থায় আশরাফুল ইসলামকে রামপুরার  বেটার লাইফ হাসপাতালে হাসপাতালে নেওয়া হয়েছে । গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনে হিরো আলমের প্রধান সমন্বয়ক মো. ইলিয়াস।

ইলিয়াস বলেন, আলম মাথায় ও পিঠে গুরুতর আঘাত পেয়েছেন।  বর্তমানে তাঁর জ্ঞান নেই। তাঁর অবস্থা খুবই খারাপ, আশংকাজনক। জ্ঞান ফিরে পেতে ইনজেকশন ও স্যালাইন চলছে।   হিরো আলম ছাড়াও আমাদের কর্মীদের উপর হামলা করা হয়েছে, সবাই গুরুতর আহত। 

নির্বাচন কমিশনকে ব্যাপারটা জানানো হয়েছে কি না জানতে চাইলে ইলিয়াস বলেন, নির্বাচন কমিশনকে সকাল থেকেই বিভিন্ন ব্যাপারে অভিযোগ জানানো হয়েছে, তাঁরা শুধু দেখছি দেখছি বলে আশ্বাস দিয়েছেন, কিন্তু কোনো পদক্ষেপ নেন নি। ঘটনাস্থলে প্রচুর আইন শৃংখলা বাহিনীর প্রতিনিধি থাকলেও তাঁরা হিরো আলমকে বাঁচাতে আসেন নি। 


 তিনি বলেন, আমরা সারাদিন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। এরপর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় হিরো আলমকে। চিকিৎসা চলছে। পরে সব কিছু জানা যাবে।

এ ঘটনায় নির্বাচনকে প্রত্যাখ্যান ও বর্জন করার ঘোষণা দিয়েছেন হিরো আলমের প্রধান সমন্বয়ক মোঃ ইলিয়াস। তিনি বলেন, এ নেক্কারজনক ঘটনায় হারলেও এ নির্বাচন বর্জন করবো, জিতলেও করবো। 

এর আগে দুপুর ২টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভোট নিয়ে হতাশা ব্যক্ত করেন হিরো আলম।

ভোট নিয়ে তিনি বলেন, নির্বাচন কীভাবে হচ্ছে এটি জনগণকে দেখানোর জন্য আমরা মাঠে আছি। আমরা তো নির্বাচন নিয়ে হতাশ। নির্বাচন কমিশনে বারবার ফোন দিয়েছি, কিন্তু একবারও ফোন দিয়ে কোনো খোঁজখবর নেয়নি তারা।

এসময় ওই কেন্দ্রে তেমন ভোটার দেখা না গেলেও হিরো আলমের সঙ্গে উপস্থিত জনতাকে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়তে দেখা যায়।

হিরো আলম বলেন, ভোটকেন্দ্রের অবস্থা খুব ভালো না। আমার নারী এজেন্টকে মারধর করা হয়েছে। তারপরও আমি মাঠে থাকবো।

এদিকে ভোট গ্রহণ শেষে এখন গণণার কাজ চলছে।