বিপুল রায় -নাগেশ্বরী প্রতিনিধিঃ সনাতনী উন্নয়ন পরিষদ(SUP) নামকরন করে একটি সনাতন ধর্মালম্বীদের কল্যাণার্থে নতুন স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সিন্দুমতি পুকুরপাড়ে নির্মিত রামমন্দির প্রাঙ্গনে নতুন সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেন স্থানীয় সনাতনী সমাজ।
গীতা থেকে পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত সনাতনীদের আলোচনা শেষে সনাতনী উন্নয়ন পরিষদ(SUP) এর আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনটির সাধারন সম্পাদক বিশ্বনাথ সরকার বলেন মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ ও হিন্দুদের অধিকার আদায়ের লক্ষ্যে নতুন আঙ্গিকে সনাতনী উন্নয়ন পরিষদ(SUP) সংগঠনটি হিন্দুদের উন্নয়নে কাজ করতে অগ্রগণ্য ভুমিকা পালন করবে।