কুমিল্লায় র্যাবের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে র্যাবের এক সদস্য ও তিন মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছেন। আটক করা হয়েছে আরো দুই মাদক কারবারিকে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের লালবাগ রাস্তার মাথা এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
আহত র্যাবের সদস্য রুবেল হোসাইনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এবং মাদক কারবারিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিদের ধরতে রাতে অভিযান চালানো হয়। কিন্তু মাদক কারবারিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এতে র্যাবের এক সদস্য গুলিবিদ্ধ হন। পরে আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে র্যাব। এতে তিন মাদক কারবারি গুলিবিদ্ধ হন।
পরে ঘটনাস্থল থেকে আরো দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।।