অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (ইউএনএসডব্লিউ) ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া বলে জানিয়েছে। রোববার (৪ মে) রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে এ সংক্রান্ত নথি দাখিল করেছে, যেখানে বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, তুরিন আফরোজ ওই ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেননি এবং তাদের কাছে তার নামের কোনো শিক্ষার্থী নেই।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে নথি চাওয়া হলে তারা স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, তুরিন আফরোজের পিএইচডি ডিগ্রি সম্পর্কিত কোনো তথ্য তাদের কাছে নেই। এর আগে, ১৩ মার্চ আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, তুরিন আফরোজ ক্ষমতার অপব্যবহার করেছেন এবং তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয়।
এছাড়া, ২০ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় তুরিন আফরোজের মা এবং ভাইয়ের বসবাসের বিষয়েও হাইকোর্ট রায় দিয়েছে। এর ফলে তাদের বসবাসের ক্ষেত্রে আইনগত বাধা আর নেই।