জাতীয়

রাখাইন ‘মানবিক করিডর’ ইস্যুতে চীন জড়িত নয়: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
রাখাইন ‘মানবিক করিডর’ ইস্যুতে চীন জড়িত নয়: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের ত্রাণ পৌঁছাতে বাংলাদেশ হয়ে ‘মানবিক করিডর’ ব্যবহারের পরিকল্পনায় চীন জড়িত নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (৮ মে) বিআইআইএসএস আয়োজিত বাংলাদেশ-চীন সম্পর্ক বিষয়ক সেমিনারে তিনি বলেন, “চীন অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে জড়াতে চায় না।”

তিনি আরও জানান, চলতি মাসে চীনের বাণিজ্যমন্ত্রী ও শতাধিক বিনিয়োগকারীর বিশাল প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছাবে। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, “এই সমস্যার একমাত্র সমাধান হলো প্রত্যাবাসন, যা বাংলাদেশ ও মিয়ানমার দ্বিপাক্ষিকভাবে সমাধান করতে পারে বলে চীন বিশ্বাস করে।”

ভারত-পাকিস্তান উত্তেজনা ইস্যুতেও চীন নিরপেক্ষ থেকে শান্তিপূর্ণ সমাধানে গুরুত্ব দিচ্ছে বলে জানান ইয়াও ওয়েন।