জাতীয়

সারাদেশে ৫ শতাধিক থানার ওসি বদলি হচ্ছে, ৩৩ জন ডিএমপির

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
সারাদেশে ৫ শতাধিক থানার ওসি বদলি হচ্ছে, ৩৩ জন ডিএমপির
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হচ্ছে শিগগিরই। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য শিগগিরই নির্বাচন কমিশনে (ইসি) পাঠাবে ডিএমপি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। বদলি হতে যাওয়া এসব ওসি ডিএমপির আওতাধীন ৩৩টি থানায় ছয় মাসের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন।

মূলত, ডিএমপির যে সকল থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে, তাদেরকে অন্য জায়গায় বদলির প্রস্তাব ইসির নির্দেশনা মেনে অনুমোদনের জন্য ৫ ডিসেম্বরের মধ্যে পাঠানো হবে।

প্রসঙ্গত, এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে থানার ওসিদের পর্যায়ক্রমে বদলির নির্দেশ দেয় ইসি। প্রথম পর্যায়ে কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন, এমন পুলিশ কর্মকর্তাদের ৫ ডিসেম্বরের মধ্যে বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে বলা হয়েছে।

এই নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে পুলিশ সদর দপ্তর। এজন্য ভোটের আগে বদলি করা হবে ডিএমপিসহ সারাদেশের ৫ শতাধিক থানার ওসিকে।

পুলিশের বিভিন্ন সূত্রে জানা গেছে, ৬ মাসের বেশি দায়িত্বে আছেন এমন ওসি আছেন সারাদেশের ৫শ' এর বেশি থানায়। তার মধ্যে মেট্রোপলিটন পুলিশের বাইরে রেঞ্জ পুলিশের অধীনে অন্তত ৪২৮ থানার ওসি বদলি হবেন। উল্লেখ্য, সারাদেশে থানার সংখ্যা ৬৩৭টি।