স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ওসিরা নির্বাচনে কারও প্রতি ‘ইনক্লাইন্ড’ (অনুগত বা পক্ষপাতদুষ্ট) হতে পারে, এ বিবেচনাতেই তাদেরকে বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে পুলিশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করার নির্দেশনা দিয়েছে ইসি। এই প্রসঙ্গে রোববার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে 'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইসি স্বাধীন সংস্থা উল্লেখ করে এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখনই নির্বাচন আসে, শিডিউল ঘোষণা হলে নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবকিছুই ইসির ওপর ন্যস্ত থাকে। ইসি মনে করেছে দেশের সুষ্ঠু নির্বাচন করতে হলে যারা দীর্ঘদিন যাবৎ ওসি হিসেবে আছেন, তারা হয়তো কারও প্রতি অনুগত হতে পারে।
আসাদুজ্জামান খান আরও বলেন, ওসিদের নিয়ে এ ধরনের বিবেচনা ইসির, আমাদের কিছু নয়। এজন্যই তারা সারাদেশে ওসিদের বদলি করছে।