জাতীয়

মার্কিন ভিসানীতির পদক্ষেপ খুবই ভালো: সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
মার্কিন ভিসানীতির পদক্ষেপ খুবই ভালো: সালমান এফ রহমান
মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগের পদক্ষেপকে ‘খুবই ভালো’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

তৃতীয় আন্তর্জাতিক নগর ও অঞ্চল–পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

সালমান এফ রহমান বলেছেন, আমেরিকা শুধু বাধার কথা তো বলেনি। তারা ভায়োলেন্সের কথা বলছে। এটা আমরা মনে করি খুবই ভালো। কারণ, প্রধানতম বিরোধী দল (বিএনপি) পাবলিকলি বলছে যে, আমরা নির্বাচন হতে দেবো না। যখন হতে দেবে না, কীভাবে হতে দেবে না? একটাই পথ আছে, তারা ভায়োলেন্স করে বাধা দেবে। যারা নির্বাচনে বাধা দেবে, তাদের বিরুদ্ধেই তারা (আমেরিকা) ব্যবস্থা নেবে, এটা খুব ভালো। ডোনাল্ড লু গতকাল বলেছেন যে, এটা (ভিসা নীতি) সরকার, বিরোধী দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধেও আছে। অর্থাৎ যারা নির্বাচনে বাধা দেবে, তাদের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, আমরা সব সময় বলেছি এবং প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া বক্তব্যে বলেছেন, সুষ্ঠু নির্বাচন তারা চায়, আমরাও চাই। যারা নির্বাচনে বাধা দেবে, তাদের বিরুদ্ধে স্যাংশন হবে।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, জিএসপি সুবিধা ইউরোপের বাজারে পেলেও যুক্তরাষ্ট্রের পাওয়া যায় না। বিশ্বের অন্য রফতানিকারক দেশের সাথে প্রতিযোগিতা করেই বাজার দখল করেছে এ দেশের উদ্যোক্তারা। তাই এ ভিসানীতি আরোপের ফলে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না।

প্রসঙ্গত, বাংলাদেশে সুষ্টু নির্বাচনের স্বার্থে গত মে মাসে নতুন ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আনুষ্ঠানিভাবে জানায়, বাংলাদেশের ক্ষমতাসীন দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিরোধী দলের বেশ কয়েকজন ব্যক্তির ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নেয়া শুরু করেছে দেশটি।