৭ অক্টোবর ঢাকায় আসছে ৬ সদস্যের মার্কিন প্রাক-নির্বাচন পর্যালোচনা দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের পরিস্থিতি দেখতে দলটি বাংলাদেশে আসবে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র বায়ার্ন শিলার এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের দুই গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই দলটির সফরের আয়োজন করেছে।
প্রায় এক সপ্তাহের সফরে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত দলটির সদস্যরা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজসহ স্থানীয় বিভিন্ন মহলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে।
প্রতিনিধি দলটির ঢাকা ত্যাগের আগে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।
সবশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি পশ্চিমা দেশগুলো। সীমিত আকারে বিশেষজ্ঞ প্রতিনিধি দল পাঠিয়েছিল সাতাশ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন।