চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাকের চাপায় প্রাইভেটকারের পাঁচজন যাত্রী নিহত হয়েছেন।
সোমবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার আধুনগরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহত চারজনই প্রাইভেটকারের যাত্রী বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সাতকানিয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্নেল বলেন, লোহাগাড়া থানার আধুনগর বাজারে ড্রাম্প ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেটকারটি কক্সবাজারের দিকে ও ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভোর সোয়া ৫টায় আমরা দুর্ঘটনাস্থলে গিয়ে পাঁচটি মরদেহ উদ্ধার করি।
তিনি আরও বলেন, চারজনই ঘটনাস্থলে প্রাণ হারায়। মূলত সংঘর্ষে প্রাইভেটকারের যাত্রীরা গাড়িতেই আটকে লেপটে যায়। আমরা মেশিন দিয়ে গাড়ির এক অংশ কেটে একজনকে উদ্ধার করেছি। হারুন নামের একজনের পরিচয় পেয়েছি। অন্যদের পরিচয় এখনো আমরা পাইনি। হারুন ওই এলাকার মা-মনি হাসপাতাল রোডের বাসিন্দা। ট্রাকটি মাটি বহন করে। এগুলো এমনিতেই বেপরোয়া গতিতে চলাচল করে।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোবহান রহমান বলেন, এ পর্যন্ত নিহত তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে। অন্যজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।