জাতীয়

পিঠে ইয়াবার বস্তা নিয়ে সাঁতরে নাফ নদী পেরোচ্ছিল মিয়ানমার নাগরিক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
পিঠে ইয়াবার বস্তা নিয়ে সাঁতরে নাফ নদী পেরোচ্ছিল মিয়ানমার নাগরিক

ইয়াবার বস্তা নিয়ে সাঁতরে নাফ নদী পার হওযার সময় ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মিয়ানমার নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শনিবার ভোর ৪টার টেকনাফের নাফ নদীর জালিয়ার দ্বীপ থেকে কামাল হোসেন (২২) নামে মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার কামাল হোসেন মিয়ানমারের মংডু বুচিদং এলাকার আবদুল গাফফারের ছেলে।

 

বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সূত্রে খবর পেয়ে জালিয়ার দ্বীপ এলাকার নাফ নদীর সীমান্ত দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে।

 

এ খবরে বিজিবির দুটি বিশেষ টহলদল জালিয়ারদ্বীপে অবস্থান নেয়। এ সময় দুই ব্যক্তিকে মিয়ানমার জলসীমা থেকে সাঁতরিয়ে নাফনদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ার দ্বীপের দিকে আসতে দেখে। ওই দুই ব্যক্তি শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির টহলদল প্লাস্টিকের বস্তাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করে। অপর জন সাঁতরিয়ে পার্শ্ববর্তী মিয়ানমার সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। আটক মিয়ানমার নাগরিকের কাছ থেকে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে ইয়াবা বহন, পাচার এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার আসামি মিয়ানমারের নাগরিক কামাল হোসেনকে আদালতে সোপর্দ করা হবে।