গণমাধ্যম

কোন অবস্থাতে ট্রেন বন্ধ করে বাস মালিকদের সুবিধা দেওয়া হবে নাঃ রেলমন্ত্রী।

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

রবিবার, ২ জুন, ২০২৪
কোন অবস্থাতে ট্রেন বন্ধ করে বাস মালিকদের সুবিধা দেওয়া হবে নাঃ রেলমন্ত্রী।
সোহাগ মিয়া, রাজবাড়ী: গুজব সৃষ্টি আমাদের এটা স্বভাব। কথায় আছে কোন কাজ না থাকলে আমরা বসে বসে চিড়া চাবাই আর গুজব সৃষ্টি করি এমন মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।
রেলমন্ত্রী আরও বলেন, বাস মালিকদের সুবিধার জন্য আমার ট্রেন বন্ধ করে বাস মালিকদের সুবিধা দেবো এগুলো বিকৃত মানসিকতার পরিচয়। আমরা কোন অবস্থাতে কারো সুবিধা দেওয়ার জন্য রেলকে ব্যবহার করে কেও লাভবান হবে  এই সুবিধা আমরা দিতে রাজি নয়।

মন্ত্রী আরও বলেন, মাঝে মাঝে ইঞ্জিন বিকল হওয়ার কারনে দুই একটি ট্রেন বন্ধ রাখা হয়। বতর্মানে রেল সম্প্রসারণ হচ্ছে,রেলের নতুন নতুন বগি আসছে। আমরা ইতিমধ্যে ভারত থেকে ২০০শত বগির জন‍্য চুক্তি সম্পাদন করেছি। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে আরও ২৬০ টি বগি আসবে। এটা খুব তারাতারিই চুক্তি সম্পাদন করা হবে।