গণমাধ্যম

ইউক্রেনে রুশ বাহিনীর গুলিতে মার্কিন সাংবাদিক নিহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১৪ মার্চ, ২০২২
ইউক্রেনে রুশ বাহিনীর গুলিতে মার্কিন সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভের পূর্ব-ইরপিনে রাশিয়ার ছোঁড়া গুলিতে নিউ ইয়র্ক টাইমসের এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। রোববার সিএনএন ও দ্য গার্ডিয়ান তাদের খবরে এ তথ্য জানায়। 


আঞ্চলিক পুশিল প্রধান আন্দ্রে নেবিতেভ জানান, রুশ সৈন্যারা সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করে। হামালার পর তার সঙ্গে থাকা দুই সাংবাদিককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

 

যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সাংবাদিকের কাছে পাওয়া কাগজ অনুযায়ী তার নাম ব্রেন্ড রিনাড। ৫০ বছরন বয়সী ওই মার্কিন ইউক্রেনে ভিডিও ডকুমেন্টারির কাজ করেছিলেন। নিউইয়র্ক টাইমসের একটি পরিচয়পত্র পাওয়া যায় তার কাছে।


অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইসম এক টুইটার বিবৃতিতে জানিয়েছেন, ব্রেন্ড রিনাডের মৃত্যুতে তারা গভীর ভাবে শোকাহত। কিন্তু বর্তমানে তিনি ইউক্রেনে সাংবাদমাধ্যটির হয়ে কাজ করছেন না। তিনি সর্বশেষ ২০১৫ সালে সংবাদমাধ্যমেটির হয়ে কাজ করেছিলেন। তবে বর্তমানে তিনি কোন প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিলেন কিনা তা জানা যায়নি।

 

গত তিন সপ্তাহ ধরে চলা ইউক্রেন- রাশিয়া সহিংসতায় এই প্রথম কোন বিদেশি সাংবাদিক নিহত হলেন।