গণমাধ্যম

ডিইউজের নির্বাচনে চলছে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
ডিইউজের নির্বাচনে চলছে ভোটগ্রহণ

নির্বাচন মানে থাকতে হবে আমেজ। আর সেটা যদি হয় সাংবাদিকদের নির্বাচন তাহলে তো কথাই নেই। ব্যাপক উৎসাহ এবং আমেজের মধ্য দিয়ে চলছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ভোটগ্রহণ। নির্বাচনকে ঘিরে এক উৎসবমূখর পরিবেশ তৈরি হয়েছে জাতীয় প্রেস ক্লাব জুড়ে।


২০২২-২৩ মেয়াদের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল নয়টা থেকে প্রেস ক্লাবের মিলনায়তনে চলছে ভোট গ্রহণ।চলবে বিকেল ৬ টা পর্যন্ত।


ডিইউজের নির্বাচনটিতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। তাছাড়া আরও ৫ জন সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন।


২০২২-২৩ মেয়াদের নির্বাচনে ৩ টি প্যানেলে ২১ পদের বিপরীতে ৭১ প্রতিদ্বন্দ্বিতা করছেন। 


প্যানেল ৩টি হচ্ছে- কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম পরিষদ,সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদ, । এই ৩ পরিষদে মোট প্রার্থী রয়েছে ৬১ জন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০ জন।


ডিইউজের নির্বাচনে মোট ভোটার সংখ্যা দুই হাজার ৯৬৮ জন। 


তিনটি প্যানেল থাকায় সবাই সমর্থকদের জন্য ভোটকেন্দ্রে আসছেন। প্রচার-প্রচারণার কাজ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হওয়ার পর আজ শুরু হওয়া এই নির্বাচনে ভোটারদের মধ্যে একধরনের উৎসব বিরাজ করছে।