গণমাধ্যম

তিন মিলিয়ন ক্লাবে দূরবীন নিউজ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২৮ মার্চ, ২০২২
তিন মিলিয়ন ক্লাবে দূরবীন নিউজ

তিন মিলিয়ন ফলোয়ার অতিক্রম করেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম দূরবীন নিউজ। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অর্জন উদযাপন করেছে দূরবীন নিউজ পরিবার। 


সোমবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএসে প্রতিষ্ঠানটির মূল কার্যালয়ে কেক কেটে এই অর্জন অনুষ্ঠান শুরু হয়।


প্রতিষ্ঠানটির কর্ণধার মো. সুমন হাওলাদার সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে তিন মিলিয়ন ফলোয়ার অতিক্রমের শুভ মুহূর্তটি কেক কেটে উদযাপন করেন।


এ সময় দূরবীন নিউজের সম্পাদক কাজী ইহসান বিন দিদার, বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আলম সুমন, নিউজরুম এডিটর মেহেদী হাসান, দূরবীন ইন্সপায়ারিংয়ের কর্মকর্তা শামিম আহমেদসহ প্রতিষ্ঠানটিতে কর্মরত অন্যান্য সাংবাদিক এবং কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


দূরবীন নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। তারা মানুষ, সংস্কৃতি, দেশ, তথ্য-প্রযুক্তি, খেলাধুলা, তারকা, বিজ্ঞান, স্বাস্থ্য এবং অর্থনীতি সংক্রান্ত দারুণ সব মাল্টিমিডিয়া কনটেন্ট দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছে।

দূরবীন ইন্সপায়ারিং লিমিটেডের সিস্টার কনসার্ন দূরবীন নিউজ।


এছাড়া আর দূরবীন ইন্সপায়ারিং লিমিটেডের বেশ কয়েকটি ফেসবুক ও ইউটিউব চ্যানেল রয়েছে। এসব চ্যানেলের কন্টেন্টগুলো এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছ।