দ্রুত সময়ে বকেয়া বেতন ভাতা এবং অন্যান্য ‘ন্যায্য পাওনা’ও ক্ষতিপূরণ প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন রেডিও টুডে'র কর্মীরা। রোববার (২০ মার্চ) জাতীয় প্রেসক্লাবে সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ভুক্তভোগীরা দেশের প্রথম বেসরকারি এফএম রেডিও স্টেশন রেডিও টুডে (এফএম ৮৯.৬) এ বিগত কয়েক বছর ধরে বেতন ভাতা, পদোন্নতি এবং অন্যান্য সুযোগ সুবিধা অনিয়মিত বলে অভিযোগ করেন।
তারা বলেন, বর্তমানে বেশিরভাগ কর্মীর ৫-৬ মাসের বেতন ভাতা বকেয়া পড়েছে। ফলে আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। এর আগে বেতন ভাতা ও অন্যান্য ন্যায্য পাওনার জন্য শত অনুনয় বিনয় ও আবেদন নিবেদন করলেও মালিকপক্ষ তাতে কর্ণপাত তো করছেই না বরং নানান টালবাহানা ও ছলচাতুরির আশ্রয় নিচ্ছে।
নিয়মবহির্ভূতভাবে ছাঁটাই, চাকরি ছেড়ে দেওয়ার চাপসহ নানা ধরনের অপচেষ্টার কথাও জানান তারা।
এ সময় রেডিও টুডে'র কর্মীরা বকেয়া বেতন ভাতা এবং অন্যান্য ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণ প্রদান এবং ভুক্তভোগী কর্মী ও তাদের পরিবারের কাছে কর্তৃপক্ষের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি করেন।