আন্তর্জাতিক

গাজায় অন্তত ৪৭টি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
গাজায় অন্তত ৪৭টি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী
সম্প্রতি নতুন করে শুরু হওয়া হামলায় ফিলিস্তিনের গাজায় অন্তত ৪৭টি মসজিদ ধ্বংস করেছে দখলদার ইসরায়েল। গাজায় ইসরায়েলের হামলার তিন সপ্তাহ পেরিয়েছে। এরমধ্যে এসব মসজিদ ধ্বংস করে ইসরায়েলি বাহিনী। গাজার সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

আরও জানায়, ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলা থেকে বিদ্যালয়, হাসপাতাল, সরকারি দপ্তর, উপাসনালয়— কিছুই বাদ যায়নি। গত তিন সপ্তাহে সেখানে ২০৩টি বিদ্যালয় ভবনে হামলা হয়েছে। ধ্বংস হয়েছে ৮০টি সরকারি দপ্তর। ২ লাখ ২০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে অন্তত ৩২ হাজার আবাসিক ভবন।

ইসরায়েল ৭ অক্টোবর হামলা শুরুর পর ২ নভেম্বর পর্যন্ত ৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে প্রায় এক হাজার মরদেহ পড়ে আছে। এছাড়া পশ্চিম তীরেও হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী।