আন্তর্জাতিক

ঢাকায় রুশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের জবাবে যা বললো যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
ঢাকায় রুশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের জবাবে যা বললো যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, রাশিয়া নিজের প্রতিবেশীদের ওপরই নিপীড়ন চালায়। তাই অন্য কোনো দেশ নিয়ে তাদের মন্তব্য করা সমীচীন নয়।

গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর ঢাকা সফর করেন সের্গেই ল্যাভরভ। সে সময় তিনি মন্তব্য করেছিলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কয়েকটি দেশ নাক গলাচ্ছে। নির্দিষ্ট একটি দলের ওপর চাপ সৃষ্টি করছে; যে আচরণ অগ্রহণযোগ্য।

ল্যাভরভের এই মন্তব্য নিয়েই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত বিবৃতিতে করা হয় প্রশ্ন। যার উত্তরে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, রাশিয়ার প্রতি যথার্থ সম্মান রেখেই বলছি, যারা নিজের দুই প্রতিবেশীর ওপর আগ্রাসন চালায়, স্কুল-হাসপাতাল-আবাসিক স্থাপনায় দৈনিক বোমা বিস্ফোরণ ঘটায়, তাদের মুখে অন্য দেশের হস্তক্ষেপের বিষয়ে কথা বলাটা বেমানান। এটা সের্গেই ল্যাভরভের নিজ থেকে করা সচেতন মন্তব্য হতে পারে না।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র আরও বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত-উন্মুক্ত, সংযুক্ত, সমৃদ্ধ, নিরাপদ এবং স্থিতিস্থাপকতা নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অভিন্ন লক্ষ্য রয়েছে। এটাই অঞ্চলটি ঘিরে মার্কিন কৌশল ও অবস্থান।