আন্তর্জাতিক

ইমরান খান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ৫ আগস্ট, ২০২৩
ইমরান খান গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। তোশাখানা দুর্নীতি মামলায় আদালত তিন বছরের কারাদণ্ডের রায় দেওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর দ্যা ডনের।

শনিবার (৫ আগস্ট) ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের রায় ঘোষণার পর তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের রায়ের পর ইমরান খানকে তার লাহোরের বাসভবন জামান পার্ক থেকে পাঞ্জাব পুলিশের একটি দল গ্রেপ্তার করেছে।

রায়ে সাজা দেয়ার পর তাৎক্ষণিকভাবে ইমরান খানকে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত। এছাড়া তাকে এক লাখ রুপি জরিমানাও করা হয়। রায় ঘোষণার সময় আদালত বলেন, তোশাখানা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য এবং এটি প্রমাণিত হয়েছে।

এর আগে, দেশটির নির্বাচন কমিশন রাষ্ট্রীয় কোষাগার তোশাখানার মালামাল অবৈধভাবে আত্মসাৎ ও তথ্য গোপন করার অভিযোগে ইমরানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এরপর গত ১০ মে তাকে অভিযুক্ত করা হয়।