আন্তর্জাতিক

আমি একজন সেরা মা হতে পারতাম: জেসিন্ডা আরডার্ন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
আমি একজন সেরা মা হতে পারতাম: জেসিন্ডা আরডার্ন
রাজনীতি ছেড়ে দেয়ার ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।  পার্লামেন্টে সমাপনী ভাষণে এক আবেগঘন বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। এসময় তিনি নারীদের মাতৃত্বের দিকে বেশি মনোযোগী হবার আহ্বান জানান। 

তিনি নারীদের উদ্দেশে বলেছেন— নেতৃত্ব যেন মাতৃত্বের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে খেয়াল রাখবেন। ২০১৮ সালে নিজ কার্যালয়ে সন্তান জন্ম দিয়ে বিশ্বব্যাপী আলোচিত হয়েছিলেন জেসিন্ডা আরডার্ন। 

৪২ বছর বয়সি জেসিন্ডা পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেন, আমি একজন সেরা মা হতে পারতাম। আপনারাও তা হতে পারেন এবং এখানে থাকতে পারেন।’ 

কোমল হৃদয় আর দৃঢ় নেতৃত্বের জন্য বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছেন জেসিন্ডা আরডার্ন। এ বছরের জানুয়ারিতে তিনি প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী চলাকালে তার বিভিন্ন পদক্ষেপের কল্যাণে “ক্রাইসিস ম্যানেজার” খ্যাতি পান তিনি। 

জেসিন্ডার প্রধানমন্ত্রিত্বের সময় ২০১৯ সালে নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছিল। সেই হামলায় নিহত হয়েছিলেন ৫১ জন মুসল্লি। পরের বছর একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ২২ জন মারা যান। এসব সংকট দক্ষতার সাথেই সামাল দিয়েছিলেন তিনি।