আন্তর্জাতিক

জাপান সাগরে রুশ নৌবাহিনীর সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
জাপান সাগরে রুশ নৌবাহিনীর সফল  ক্ষেপণাস্ত্র পরীক্ষা
জাপান সাগরে সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে পরীক্ষা চালিয়েছে রাশিয়ার নৌবাহিনী। পূর্বনির্ধারিত একটি লক্ষ্যে জাহাজ বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। আজ মঙ্গলবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ পরীক্ষা চালানোর কথা নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় নিজস্ব টেলিগ্রাম একাউন্টে দেওয়া বিবৃতিতে বলেছে, “প্রশান্ত মহাসাগরীয় বহরের ক্ষেপণাস্ত্র বহনকারী একটি জাহাজ জাপান সাগরে কল্পিত শত্রুদের একটি নকল সামুদ্রিক লক্ষ্যে মস্কিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। প্রায় ১০০ কিলোমিটার দূরের ওই লক্ষ্যে দুটি মস্কিত ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে।”

এই মহড়ার প্রেক্ষিতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি বলেছেন, রাশিয়ার সামরিক তৎপরতার ওপর টোকিও সতর্ক নজর রাখবে। ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইউক্রেনে রাশিয়ার আক্রমণ চলার মধ্যেই জাপানের আশপাশের এলাকসহ দূর প্রাচ্যে রাশিয়ার বাহিনীগুলো আরও তৎপর হয়ে উঠছে।”

এর আগে গত সপ্তাহেই জাপান সাগরের উপর নিজেদের দুটি যুদ্ধবিমানকে মহড়ায় পাঠায় রাশিয়া। পারমাণবিক বমা বহনে সক্ষম সেই বিমান দুটিকে নিয়ে বেশ শোরগোল হয়। সেই উত্তেজনার রেশ না কাটতেই এবার এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল মস্কো।