সোহেল রানা,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে প্রভাত চন্দ্র বর্মণ (৪৮) নামের এক প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত প্রভাত চন্দ্র বর্মণ উপজেলার নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে ও শিমুল তলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) রাজারহাট উপজেলা শাখার সভাপতি।
স্থানীয়রা জানান,আজ সকালে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খোঁজ নিয়ে জানা যায়,প্রভাত চন্দ্র বর্মণ অনেক ঋণগ্রস্ত ছিলেন। তিনি পাওনাদারদের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে এসব টাকা ফেরত দিতে না পারার কারণে দুশ্চিন্তায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে দূরবীন নিউজ বলেন,আমরা ধারণা করছি এটা আত্মহত্যা। তারপরও তদন্ত সাপেক্ষে বিষয়টির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।