এক্সক্লুসিভ

হিরো আলমের প্রতি শ্রদ্ধা বাড়ছে মানুষের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
হিরো আলমের প্রতি শ্রদ্ধা বাড়ছে মানুষের

সোশাল মিডিয়ায় বহুল চর্চিত একটি নাম হিরো আলম। ট্রোল হওয়া যেনো তার নিত্য নতুন কাজ। 

বেসুরো গলায় গান ও কনটেন্ট ক্রিয়েট করে পরিচিত পেয়েছেন তিনি। তা নিয়ে যথেষ্ট সমালোচনাতেও পড়তে হয়েছে তাকে।

কিন্তু সেসব এখন  অতীত। হঠাৎ করেই  যেনো হিরো আলমের প্রতি সন্মান বেড়ে যাচ্ছে সকলের । 

তাঁকে নিয়ে হাসি ঠাট্টা করলেও এখন তা অনেকটা কমে গেছে। এর কারন হলো তার অক্লান্ত পরিশ্রম, আর সমালোচনাকে পাত্তা না দিয়ে লেগে থাকার মন মানসিকতা।

সম্প্রতি রাজনীতিতে নাম লিখিয়েছেন হিরো আলম। তিনি এবার বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। এই দুই আসনের উপনির্বাচনের জন্য  ‘একতারা’ প্রতীক পেয়েছেন তিনি।

আগামী ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জেতার স্বপ্ন দেখছেন হিরো আলম। 

এদিকে তার নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। কেউ কেউ তাকে নিয়ে উপহাস করছেন। হাসি ঠাট্টায় মেতে উঠেছেন।

অবশ্য হিরো আলম তাদের সমুচিত জবাব দিয়েছেন। তিনি বলেছেন, 'প্রতিটি মানুষের নিজস্ব জগৎ থাকে। যার জগতে সে রাজা। আমি আমার জগতের রাজা। নির্বাচন করতে নেমেছি, মাঠে কে দাড়ালো, কে শক্ত প্রতিদ্বন্দ্বী- এসব ভাববার সময় নেই।'

নির্বাচনের জয়ী হয়ে এমপি এবং পরে সুযোগ পেলে মন্ত্রী হতে চান হিরো আলম। 

তিনি জানান, মানুষের ইচ্ছা-আকাঙ্ক্ষার তো শেষ নেই। আগে এমপি হওয়ার ইচ্ছা, পরে সুযোগ পেলে মন্ত্রী হবো। এমপি হলে চলচ্চিত্র জগতেও নেতৃত্ব দিতে পারব।

অভিনয় হিরো আলমকে পরিচিতি দিয়েছে। তাই অভিনয় ছেড়ে থাকা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। 

জনগণ তাকে নির্বাচিত করলে তাদের পাশেও থাকবেন । অভিনয় ও রাজনীতি দুটিকে সমন্বয় করেই চলতে চান তিনি। 

শুরুতে তার মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। এ নিয়ে হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পান হিরো আলম । 

তবে এবারই প্রথম নয়। গত নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু জিততে পারেনি। 

তার হয়তো প্রভাব প্রতিপত্তি নেই, তবে আছে স্বপ্নজয়ের সাহস ও সততা। সেই স্বপ্নের উপর ভর করে এবার জিতবেন, এমনটাই প্রত্যাশা হিরো আলমের

হিরো আলমের নির্বাচনী প্রচারণায় এগিয়ে এসেছেন শোবিজের অনেক তারকা। 

অভিনেত্রী মুনমুন, রিয়াসহ বেশ কয়েকজন তারকাকে তার নির্বাচনী প্রচারণায় দেখা গেছে। তারা ভোটারদের প্রতি ভোট দিতে অনুরোধ জানিয়েছেন।

হিরো আলম মানেই যেনো আলোচনা-সমালোচনা। কখনো মোটিভেশনাল বক্তব্য দিয়ে, কখনো অভিনয় করে, আবার কখনো আবৃতি করে আলোচনার শীর্ষে থাকেন তিনি। আর বেসুরা গলায় জনপ্রিয় গান গেয়ে আলোচনায় আসা তার নিয়মিত ঘটনা।

কিছুদিন আগেও রবীন্দ্রসংগীত গেয়ে সমালোচনার জন্ম দিয়েছিলেন হিরো আলম। এছাড়া ঈদ এলেই তার নিত্য নতুন ভাইরাল গান বের হয়। 

কিছুদিন আগে তিনি কবিতা আবৃত্তিও করছেন। তার এসব কর্মকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। 

তবে সেসব সমালোচনায় কান দিচ্ছেন না তিনি। নিজের মতো করে এগিয়ে চলছেন 

একসময় তেমন কিছু ছিল না হিরো আলমের ।  নিজের বাড়ি গাড়ি ছিল না। কিন্তু বর্তমানে তিনি কোটিপতি হয়েছেন। চড়ছেন লাখ টাকার প্রাইভেট কারে।

অভিনয়, প্রযোজনা, স্টেজ শো-র পর এবার রাজনীতিতে নাম লেখালেন তিনি। তার এই এগিয়ে চলাকে সমর্থন করছেন অনেকেই।